বরিশালে  গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

বরিশালে  গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ বাড়ানোর সহ ৩ দফা দাবিতে বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য নজরুল ইসলাম খান, সদর উপজেলার সদস্য সচিব ইয়াসমিন সুলতানা আমিন প্রমুখ।

ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত দেয়া সহ সকল নিত্যপণ্য মূল্য অস্বাভাবিক বৃদ্ধি রোধের দাবি জনিয়ে বক্তারা বলেন, 'সরকারের দুর্বল বাজার মনিটরিং এর জন্য একদল সিন্ডিকেট বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। তাই অবিলম্বে বাজার মনিটরিং বাড়াতে হবে। কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক দাম নিশ্চিত করতে হবে। কৃষিখাতে ভর্তুকির পরিমান বাড়ানো সহ দক্ষিণাঞ্চলে পর্যাপ্ত রাইস মিল তৈরি ও হাওরবাসীদের দুর্যোগ মোকাবিলায় টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে।'

বক্তারা বাজেট নিয়ে বলেন, 'এই বাজেটে রাষ্ট্রিয় উদ্যোগে খাদ্যপন্য মজুদ, রেশন ব্যবস্থা, ন্যূনতম মজুরি ও হতদরিদ্র কর্মহীনদের নগদ সহায়তার নির্দেশনা নেই। সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি ছাড়া জনকল্যাণ অর্জন করা সম্ভব নয়। সবদিকথেকেই এই বাজেট গনবিরোধী বাজেট। এখানে শ্রমজীবী মেহনতী মানুষের কোন স্বার্থ রক্ষা করা হয়নি। আছে শুধু বিভিন্ন শুল্ক ও পরোক্ষ করের চাপ।'

অন্যদিকে করোনাকালীন সময়ের ভঙ্গুর স্বাস্থ্য খাতের দিকে সরকারের নজর নেই। গতবছর স্বাস্থ্য খাতের মোট বরাদ্দের ৫৯% শতাংশ এখনও অব্যবহৃত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা না বাড়ালে এবারের বরাদ্দও ফলপ্রসূ হবে না। স্বাস্থ্যখাতে হয়রানি বাড়ছে। হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা না থাকয় রোগীরা বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডাক্তারের চেম্বারের দিকে ঝুঁকছে বলে দাবি করেন বক্তারা।